১. @কবিতা
ভালোবাসার আরেক নাম যদি কবিতা হয়,
তাহলে কবিতায় কবিতায় জেগে উঠুক
পৃথিবীর উঠোনে নিভন্ত আলো...
©© Mridula Bhattacharjee, Silchar.08,09,25. India.
1. @Poem.
If the poem is another name of love,
then the poem should be awakened in a poetry,
in the backyard light of the earth ...
© Mridula Bhattacharjee, silchar.08,09,25.
*****
২. কবিতা
তোমাকে দেখবো বলে চেয়ে থাকি খোলা ছাদের নীচে
বিস্তৃত সবুজ মাঠে, ফসলের ঘ্রাণ অফুরান ভালোবাসা
নিবিড় মুহূর্তে বৃক্ষ ছায়ায় মেলে ধরা হাত, হাতের স্পর্শে
আলপথে হারিয়ে যাওয়া অতীত লিপিকথার শুশ্রূষায়
যাপিত দিনের গভীর দ্যোতনায় প্রশান্তির হাসিমাখা মুখ।
©® Mridula Bhattacharjee.
2. Poem
I want to see you under the open roof
In the broad green field, the scent of the crop offuran love In the shadow Lukewarm
The smiling face of the tranquility
in the deep of the day.
©® Mridula Bhattacharjee. India.
Silchar 08.09.25.